Views Bangladesh Logo

বাইকবিডি’র আয়োজনে খুলনায় ‘মোটো মিট আপ’

Press Release

প্রেস রিলিজ

খুলনা ও আশপাশের জেলার মোটরসাইকেলপ্রেমীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘মোটো মিট আপ খুলনা ২০২৫’। দেশের শীর্ষ মোটরসাইকেল প্ল্যাটফর্ম ‘বাইকবিডি’ এ আয়োজন করে। যার উদ্দেশ্য ছিলো দায়িত্বশীল ও প্রাণবন্ত বাইকিং সংস্কৃতি গড়ে তোলা এবং রাইডারদের মধ্যে সম্প্রদায়গত বন্ধন জোরদার করা।

দিনব্যাপী এই আয়োজনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় বাইকাররা সংহতি ও নিরাপদ চালনার গুরুত্ব তুলে ধরেন। ট্রাফিক বিভাগের একজন প্রতিনিধি রাইডারদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা যেমন ধীর গতির বাইক রেস, হেলমেট পাসিং গেম অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও আন্তরিকতা বাড়ায়।

মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় ভাত, ডাল ভর্তা, গলদা চিংড়ি ভুনা এবং মাটন ছই গোশতের মতো ঐতিহ্যবাহী খাবার। দুপুরের পর স্থানীয় ব্যান্ডের লাইভ মিউজিক পারফরম্যান্স অনুষ্ঠানে উৎসবের আমেজ যোগ করে।

ভেন্যুর বাইরে অংশগ্রহণকারীরা সিএফমোটো ৩০০এনকে এবং তাকিয়নের দুটি বৈদ্যুতিক মোটরসাইকেল টেস্ট রাইড করার সুযোগ পান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র, যেখানে মোটরসাইকেলের টায়ার, হেলমেটসহ বিভিন্ন গিয়ার উপহার দেওয়া হয়। এছাড়া বাইকবিডি স্থানীয় ক্লাব সদস্য ও বাইরের জেলা থেকে আসা বাইকারদের পরিচিত হওয়ার সুযোগ করে দেয়, যা আঞ্চলিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে।

২০১২ সালে শুভ্র সেনের হাত ধরে প্রতিষ্ঠার পর থেকে বাইকবিডি বাইকিং সংস্কৃতি ও নিরাপদ চালনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ‘নো হেলমেট, নো রেসপেক্ট’ ক্যাম্পেইন, বাইক কার্নিভাল, মিডিয়া পার্টনারশিপ ও মোটর ফেস্টের মতো উদ্যোগ এর প্রমাণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ