Views Bangladesh Logo

দিল্লিতে বিস্ফোরণের পর বেঙ্গালুরুতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ

দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর বেঙ্গালুরু পুলিশ পুরো শহরে হাই অ্যালার্ট জারি করেছে।

লালকেল্লা বিস্ফোরণের পরপরই বেঙ্গালুরু পুলিশ শহরের বিভিন্ন গণপরিবহনকেন্দ্র—মেট্রো স্টেশন, বাস টার্মিনাল ও রেলস্টেশনে তল্লাশি অভিযান চালায়। রাতজুড়ে তারা যানবাহন তল্লাশি অব্যাহত রাখে।

বেঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার সীমান্ত কুমার সিং বলেন, ‘শহরের সব প্রধান গণস্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনায়—যেমন রেলস্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দর, মেট্রো স্টেশন, শপিং মল, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের কড়া নজরদারি বজায় রাখতে ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, শহরের প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং বিস্তৃত যানবাহন তল্লাশি চলছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড শনাক্ত করতে অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ জনগণকেও আহ্বান জানিয়েছে যেন তারা কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে জানায়।

এদিকে বিস্ফোরণের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা না হলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, তদন্তকারী সংস্থাগুলো “সব দিক বিবেচনা করে” তদন্ত করছে এবং কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, বিকেল ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি ধীরগতির গাড়িতে বিস্ফোরণ ঘটে। সূত্র জানায়, বিস্ফোরণের পর ছয়টি গাড়ি, চারটি মোটরসাইকেল ও তিনটি ই-রিকশায় আগুন ধরে যায়।

পরে পুলিশ গাড়িটির সূত্র ধরে গুরগাঁওয়ের এক বাসিন্দাকে শনাক্ত করে। তিনি জিজ্ঞাসাবাদে জানান, তিনি গাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করেছিলেন। তদন্তে জানা যায়, হুন্ডাই আই২০ মডেলের ওই গাড়িটি কয়েক দফা মালিকানা পরিবর্তনের পর বর্তমানে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এক ব্যক্তির নামে আছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি বিস্ফোরণের আগে লালকেল্লা এলাকার কাছে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল, এরপর সেটি চালিয়ে আনা হয় বিস্ফোরণের স্থানে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ