কলকাতায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করেছে। ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার লক্ষ্যে সিটি কর্পোরেশন ৩০ সেপ্টেম্বরকে শেষ তারিখ হিসেবে নির্ধারণ করেছে।
শনিবার জারি করা কেএমসির এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সব দোকান, অফিস, শপিংমল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বাংলায় লেখা সাইনবোর্ড টাঙাতে হবে, যা দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং কর্পোরেশন নিজ উদ্যোগে অমান্যকারী সাইনবোর্ড সরিয়ে ফেলতে পারবে।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শহরের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের বারবার আহ্বান সত্ত্বেও তাদের নামফলকে বাংলা ব্যবহার করছে না। নতুন এই নির্দেশনার লক্ষ্য হলো এ ত্রুটি সংশোধন করা এবং অঞ্চলের সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য রক্ষা করা।
‘কলকাতায় ব্যবসা বাংলার বাইরে কল্পনা করা যায় না,’ বলে মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও জানান, অন্যান্য ভাষার সাইনবোর্ড ব্যবহার করা যেতে পারে, তবে বাংলা এখন বাধ্যতামূলক। গত কয়েক মাসে একাধিকবার তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিলেন।
কেএমসি সূত্রে জানা গেছে, বর্তমানে কলকাতায় বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে প্রায় ৪৫ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সবাইকে নতুন নিয়ম সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে।
মিউনিসিপ্যাল সচিব স্বাক্ষরিত এবং কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতার অধিকাংশ মানুষ বাংলায় যোগাযোগ করে, তাই এই পদক্ষেপ জনস্বার্থে নেয়া হয়েছে।
একজন সিনিয়র কেএমসি কর্মকর্তা জানান, সাম্প্রতিক পৌরসভা অধিবেশনে সর্বসম্মতভাবে এ নির্দেশ অনুমোদন হয়েছে, ফলে বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, ‘আমরা চাই শহর তার ভাষাগত শিকড়কে প্রতিফলিত করুক, বিশেষত দুর্গাপূজার আগে, যখন জনসমাগম অনেক বেড়ে যায়।’
এই ঘোষণা শহরজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাংলার সাংস্কৃতিক পরিচয় রক্ষার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, যদিও কিছু ব্যবসায়ী স্বল্প সময়সীমা ও বিদ্যমান সাইনবোর্ড বদলানোর ব্যয়ের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে কেএমসি তাদের সিদ্ধান্তে অনড়। এখন থেকে কলকাতার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলায় সাইনবোর্ড ছাড়া কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে