Views Bangladesh Logo

বেগম খালেদা জিয়া বিএনপির অনুপ্রেরণা: রুহুল রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াই বিএনপির সবচেয়ে বড় প্রেরণা। রোগ–শোক ও নানা সংকটেও তিনি দল ও দেশকে কখনো ছেড়ে যাননি, পিছিয়ে পড়েননি—এটা বিএনপির জন্য এক বিরল গৌরব।

বুধবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া অন্ধকার সময়ে পথ দেখিয়েছেন, কীভাবে প্রতিকূল অবস্থায় মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে সংযমী থাকতে হয় এবং ঐক্য ধরে এগোতে হয়—এসব শেখানোই তার অবদান।

তিনি অভিযোগ করেন, সরকার ‘কৃত্রিমভাবে’ খালেদা জিয়াকে অসুস্থ করেছে। “একটি মিথ্যা মামলায় পায়ে হেঁটে জেলে প্রবেশ করেছিলেন তিনি। জেলে নেওয়ার পর প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে।”

রিজভী বলেন, প্রতিশোধপরায়ণ ও স্বৈরাচারী শাসকের অধীনে রাষ্ট্র যেকোনো নাগরিককে হয়রানি করতে পারে। “একজন সুস্থ মানুষের জীবনীশক্তি কীভাবে দুর্বল হলো—এর পেছনে ষড়যন্ত্র ছাড়া কিছু নেই।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া স্বামী, বাড়ি, স্বজন হারিয়েছেন, সন্তানদের নির্যাতন দেখেছেন; তবুও দেশত্যাগ করেননি। “অন্যদিকে সামান্য সমস্যায় কেউ দেশ ছেড়ে পালিয়েছে,” উল্লেখ করে তিনি সরাসরি শেখ হাসিনাকে ইঙ্গিত করেন।

অগ্রণী ব্যাংকের ভল্টে ‘৮৩২ ভরি সোনা’ উদ্ধারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, “এটা কত বড় চোর হলে সম্ভব? তাই তাকে পালাতে হয়েছে।” তিনি দাবি করেন, খালেদা জিয়ার ব্যাংকে কখনো এমন কিছু পাওয়া যায়নি।

বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পর্কে রিজভী বলেন, শেখ হাসিনার ‘হরিলুটে’ দেশ দুর্বল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ থাকায় তিনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। “ওয়ার্ল্ড ব্যাংক বলছে ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে—এটা কেন হবে?”

আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে—এটাই জনগণের প্রত্যাশা।”

রিজভী বলেন, দেশবাসী খালেদা জিয়াকে ভালোবাসে। তার দেশপ্রেম ও জনগণের প্রতি অঙ্গীকার দেখে সারা দেশের মানুষ তার আরোগ্য কামনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ