বিসিটিআইয়ে তারুণ্যের উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ বিতরণ
চারটি স্বল্পমেয়াদী কোর্সের সনদপত্র বিতরণ এবং তারুণ্যের উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।
চলতি বছর ৬০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে চার সপ্তাহের প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করে সংস্থাটি। প্রশিক্ষণ নিয়ে ‘৩৬ জুলাই ছাত্র-গণআন্দোলন’ বিষয়ক চারটি প্রামাণ্যচিত্র ও একটি কাহিনীচিত্র, একটি গ্রিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কক্সবাজারের লবণ শিল্প বিষয়ক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন প্রশিক্ষণার্থীরা।
সম্প্রতি বিসিটিআই অডিটোরিয়ামে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সেগুলো প্রদর্শনের পর সবার হাতে সনদপত্র ও উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আরও ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব নার্গিস আক্তার, শাকুর মজিদ ও ফজলে হক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এবং কোর্স মেন্টর ও গভর্নিং বডির সদস্য রফিকুল আনোয়ার, মো. আরিফুর রহমান ও নায়লা আজাদ নূপুর। সভাপতিত্ব করেন বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
সবশেষে তারুণ্যের উৎসবের আওতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিসিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে