Views Bangladesh Logo

ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন।

সোমবার বিবিসি এক প্রতিবেদনে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

টিম ডেভি টানা পাঁচ বছর বিবিসির শীর্ষ পদে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ ও নানা বিতর্কের কারণে তার ওপর চাপ বাড়ছিল। পাশাপাশি একসঙ্গে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ—বিবিসির ইতিহাসে এটি এক নজিরবিহীন ঘটনা।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে জানায়, বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ কেটে একত্র করা হয়। এতে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিয়েছেন।

ঘটনার পর যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা বিবিসিতে পরিবর্তনের আশা প্রকাশ করেন, আর ট্রাম্প দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগকে স্বাগত জানান।

রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, ‘যেকোনো সরকারি প্রতিষ্ঠানের মতো বিবিসিও নিখুঁত নয়। আমাদের সব সময় স্বচ্ছ, উন্মুক্ত ও দায়বদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।’

তিনি আরও বলেন, ‘বিবিসি সামগ্রিকভাবে ভালো কাজ করছে, তবে কিছু ভুল হয়েছে—আর তার দায়ভার আমার।’

অন্যদিকে ডেবোরা টারনেস বলেন, ‘প্যানোরামা ঘিরে বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা বিবিসির জন্য ক্ষতিকর। তাই দায়িত্বশীলতার জায়গা থেকে আমি পদত্যাগ করছি।’

দ্য টেলিগ্রাফ প্রকাশিত নথিতে আরও বলা হয়, বিবিসির আরবিক বিভাগে ইসরায়েল-গাজা যুদ্ধের কাভারেজে ‘পক্ষপাতমূলক উপস্থাপনা’র অভিযোগ উঠেছে। নথির লেখক মাইকেল প্রেসকট, যিনি বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা, অভিযোগ করেছেন—ম্যানেজমেন্টের নিষ্ক্রিয়তায় তিনি ‘হতাশ’ হয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ট্রান্সজেন্ডার ইস্যুতেও বিবিসির কাভারেজ ‘একপেশে’ ছিল।

প্রসঙ্গত, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব’। কিন্তু বিবিসির প্যানোরামা সংস্করণে এটি দেখানো হয় এভাবে: ‘আমরা ক্যাপিটলে যাব... আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়ব। আমরা কঠিনভাবে লড়ব।’

বক্তব্যের দুটি অংশের মধ্যে আসলে ৫০ মিনিটের ব্যবধানে থাকলেও এডিটিংয়ের মাধ্যমে সেটি একত্রে জোড়া লাগিয়ে সম্প্রচার করা হয়। এ নিয়ে হোয়াইট হাউসও বিবিসিকে ‘একশ শতাংশ মিথ্যা সংবাদ’ বলে সমালোচনা করে।

এই ঘটনায় রোববার ট্রাম্প বলেন, ‘বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছেন। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ