Views Bangladesh Logo

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। তারা লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানিয়ে এ কর্মসূচিতে নেমেছেন। দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফুজি টাওয়ারের সামনে অবরোধ শুরু করে তারা। এর ফলে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়রা সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে রিকশা চালকরা রাস্তা বন্ধ করেছেন। মেট্রোরেলের কাজ চলাকালীন এই অবরোধে যানজটের সমস্যা আরও বেড়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ