Views Bangladesh Logo

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই সমাধান হয় না: রুমিন ফারহানা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, রাজনৈতিক দলকে কাগজে-কলমে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয়। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, দলকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়; মানুষের মন থেকে তাদের সরানো না গেলে কোনো লাভ হবে না।

তিনি উদাহরণ হিসেবে জামায়াত ও মুসলিম লীগের কথা উল্লেখ করে বলেন, অতীতেও জামায়াতকে বিভিন্ন সময়ে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দলটি এখনো রাজনীতির মাঠে সক্রিয়। একইভাবে মুসলিম লীগও এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, যার নেতৃবৃন্দ ও সমর্থকরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছেন।

রুমিন ফারহানা আরও বলেন, একটি নতুন জোটের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবেশ করতে পারে সেই ধরনের নেতারা, যারা আগে আওয়ামী লীগের বড় পদে ছিলেন না বা যাদের ওপর ২০০৪ সালের গণঅভ্যুত্থানের দায় নেই, কিন্তু যারা আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব রাখেন।

তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে নিজেদের সুবিধা নিতে চায়, এবং সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ও এই বিষয়টি ইন্টারভিউতে উল্লেখ করেছেন।

শোতে তিনি একটি সম্প্রতিক জরিপের ফলাফলের কথাও তুলে ধরেন। ডেভিড বার্গম্যানের পরিচালিত জরিপে ১৮ থেকে ৩৫ বছরের ২৫০০ তরুণের মধ্যে ২০ শতাংশ বিএনপিকে, ১৭ শতাংশ জামায়াতকে এবং ৯–১০ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অনিশ্চিত ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি। রুমিন ফারহানা বলেন, আইন করে দল নিষিদ্ধ করলেও ভোটাররা যদি তাদের সমর্থন দেন, তাহলে নির্বাচন কমিশন বা প্রশাসন কিছু করতে পারবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ