Views Bangladesh Logo

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মধ্যে কয়েকজন আইএসের সঙ্গে জড়িত: পুলিশপ্রধান

ন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ইতোমধ্যে কয়েকজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৩০ জুন) নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন ‘সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজার্স) অ্যাক্ট ২০১২’র আওতায় ওই ব্যক্তিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইএস মতাদর্শ দ্বারা প্রভাবিত সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আইজিপি দাতুক সেরি খালিদ বলেন, ‘এই ব্যক্তিরা আইএসের চরমপন্থী বিশ্বাস দ্বারা উদ্বুদ্ধ হয়ে সরাসরি মৌলবাদী কার্যকলাপে অংশ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য এখনও কিছু ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আর বাকিদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’

গত ২৪ এপ্রিল সেলাঙ্গর ও জোহর রাজ্যে পরিচালিত একটি সমন্বিত নিরাপত্তা অভিযানের পর মোট ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইএসের মতাদর্শ ছড়িয়ে দেয়ার পাশাপাশি একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, আটক ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরু সেশন কোর্টে সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।

মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই গ্রুপটি আইএস মতাদর্শে বিশ্বাসী একটি নতুন সেল গঠনের চেষ্টা করছিল। তারা নিজেদের সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকারের পতনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল।

পুলিশপ্রধান খালিদ আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ