Views Bangladesh Logo

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


সচিব বলেন, `গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।‘ তিনি জানান, এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ১ হাজার ২৩৪ জন। নারী ও পুরুষ ভোটারের ব্যবধান ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জনের।


আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত করা হয় ২ মার্চ। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার কাজ শুরু করে ইসি। এটি চূড়ান্ত হয় অগাস্টে। সবশেষ তৃতীয় দফায় নতুন ভোটারদের যুক্ত করতে সময় দেওয়া হয় ৩১ অক্টোবর পযন্ত। মঙ্গলবার এটি চূড়ান্ত করার তথ্য দিল ইসি।


নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। এরপর হালনাগাদে নতুনদের অন্তর্ভূক্ত ও মৃতদের বাদ দিয়ে হালনাগাদ করা হচ্ছে ভোটার তালিকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ