সোমালিয়ার অখণ্ডতার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন
সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২২তম বিশেষ অধিবেশনে এ অবস্থান তুলে ধরা হয়।
রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তথাকথিত ‘সোমালিল্যান্ড’কে ইসরায়েলের স্বীকৃতির তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ওআইসিকে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার অনুরোধ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওআইসি সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি স্পষ্ট করে বলেন, সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। বেআইনি কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয় এবং জবরদস্তির পরিবর্তে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনই প্রাধান্য পাবে।
ইসরায়েলের ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সম্ভাব্য প্রভাব এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর যে ঝুঁকি তৈরি হতে পারে—এসব বিষয় আলোচনার জন্যই ওআইসির এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে