Views Bangladesh Logo

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠল বাংলাদেশ প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের বিষয়ে একাধিক প্রশ্ন তোলেন উপস্থিত এক সাংবাদিক। তবে এসব প্রশ্নের কোনোটিরই সরাসরি উত্তর দেননি মুখপাত্র ট্যামি ব্রুস। ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য পাওয়া গেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কোয়াড জোট, ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। শুরুতে তিনি কোয়াড জোট প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরেন। জানান, সাম্প্রতিক বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে এবং জোটের বাকি সদস্যদের কাছে বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি আশা করেন।

এই প্রেক্ষাপটে সাংবাদিক বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। অথচ গত সপ্তাহে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দর চেকিংয়ে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ব্যবহৃত অবৈধ অস্ত্রের সঙ্গে সেটির সংযোগ রয়েছে।'

তিনি আরও বলেন, 'সম্প্রতি ঢাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় 'শ্রী শ্রী দুর্গা মন্দির' সরকারি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি (ভিন্ন এক ঘটনায়) এক হিন্দু নাপিত নিপীড়নের শিকার হয়েছেন।'

এই পর্যায়ে মুখপাত্র ট্যামি ব্রুস প্রশ্ন থামানোর চেষ্টা করেন। এরপরও সাংবাদিক যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে, ব্রুস সরাসরি কোনো অভিযোগের জবাব না দিয়ে বলেন, 'ভারত ও বাংলাদেশের বিষয়টি একটি জটিল ও বিস্তারিত কূটনৈতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র বিষয়টি বুঝতে পারে।'

তিনি আরও বলেন, 'আমরা কেবল নিজেদের অবস্থান ব্যাখ্যা করি। অন্য কোনো দেশের, যেমন ভারতের-বক্তব্য মূল্যায়ন করা আমাদের দায়িত্ব নয়।'

ব্রিফিংয়ের শেষ দিকে কোয়াড প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি পর্যালোচনার পরামর্শ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ