দেশে প্রথমবার ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল অনুষ্ঠিত
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন হেমাটোলজি টিউটোরিয়াল। রাজধানীর একটি হোটেলে ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেন ১৫ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং ২১৩ জন দেশীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এইচএসবির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইএইচএর প্রতিনিধি।
সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা জটিল রোগ—বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা এবং একিউট ও ক্রনিক লিউকেমিয়া—সম্পর্কিত সর্বশেষ গবেষণা, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও রোগীর জীবনমান উন্নয়নের কৌশল তুলে ধরা হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উন্নত চিকিৎসা প্রোটোকল ও নির্ণয় পদ্ধতির অভিজ্ঞতা শেয়ার করেন।
বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইএইচএর বিশেষজ্ঞরা, আর স্থানীয় বিশেষজ্ঞরা উপস্থাপন করেন জটিল কিছু ক্লিনিক্যাল কেস। অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজও আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএসবির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইএইচএর প্রতিনিধি। পরবর্তীতে দেশীয় গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তারা বলেন, দেশে রক্তের ক্যানসারসহ হেমাটোলজিক্যাল রোগের হার দ্রুত বাড়ছে। সময়মতো রোগ শনাক্ত ও আধুনিক চিকিৎসা প্রয়োগ করলে রোগীর বেঁচে থাকার হার বাড়ানো সম্ভব। এ ধরনের আন্তর্জাতিক টিউটোরিয়াল তরুণ চিকিৎসকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও জানান, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় দক্ষতার সমন্বয়ে রক্তরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে