Views Bangladesh Logo

'বাবা, আমি কি বাঁচব?' আহত শিশুদের আর্তনাদে ভারী বাতাস

উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দু হাত ও পিঠের একাংশসহ শরীরের ১৫ শতাংশ পুরে গেছে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুলের (১০)। তাকে ভর্তি করা হয়েছে জাতীয় প্লাস্টিক সার্জারি ইউনিটে।


প্রাথমিক চিকিৎসার পর সিসিইউতে নেয়ার জন্য নিচতলা থেকে ৫ তলায় লিফটে ওঠার সময় জান্নাতুল তার বাবার দিকে তাকিয়ে বলতে থাকে ‘আমার দুই হাত খুব জ্বলছে। খুব কষ্ট হচ্ছে বাবা। আমি শ্বাস নিতে পারছি না। বাবা আমি কি বাঁচবো না? ডাক্তারের কাছে নিলে তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবা।’ মেয়েকে সান্ত্বনা দিয়ে বাবা জহির আহমেদ বলেন, ‘তোমার কিছু হবে না। তুমি যেখানে থাকবা আমি সেখানেই থাকবো। তুমি যেখানেই যাবে আমিও সেখানেই যাবো।’


জান্নাতুলদের বাসা উত্তরার দিয়াবাড়িতে। গ্রামের বাড়ি নেত্রকোনার কমলাকান্দায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ