Views Bangladesh Logo

আওয়ামীল লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগ এখন মূলত ‘ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যার মাঠপর্যায়ের বাস্তব সাংগঠনিক শক্তি খুবই সীমিত।

শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ অনুযায়ী, দলের তৃণমূল কার্যত ভেঙে পড়েছে বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির প্রভাবের মধ্যে নিমজ্জিত হয়েছে। এসব কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বড় ধরনের অস্থিরতা বা সহিংসতা সৃষ্টির সম্ভাবনা তিনি খুব কম বলে মনে করেন।

তিনি আরও লেখেন, সাম্প্রতিক তিনটি ঘটনা তাঁর বিশ্বাসকে আরও জোরদার করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। এমনকি দেশের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনও হতে পারে।

শফিকুল আলম বলেন, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া যেভাবে অশান্তিহীন পরিবেশে সম্পন্ন হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ধারণা করা হয়েছিল, বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের কারণে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু সামান্য দু-একটি ঘটনার বাইরে পুরো প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ছিল। এটি প্রমাণ করে—বিএনপি নেতৃত্ব পরিকল্পিতভাবে ও প্রস্তুত হয়ে কাজ করেছে, এবং মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকিও খুব কম।

অন্যদিকে তিনি দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আওয়ামী লীগের ভেতরে সংগঠিত শক্তির ঘাটতি স্পষ্ট করেছে। তাঁর মতে, দলটি এখন মাঠপর্যায়ে সক্ষমতা হারিয়ে ছোট ভাড়াটে দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভর করছে—যারা ফাঁকা বাসে আগুন দেওয়া, স্বল্প সময়ের ঝটিকা মিছিল করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর মতো কাজেই সীমাবদ্ধ।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন বর্তমানে আগের চেয়ে আরও বেশি সমন্বিত ও আত্মবিশ্বাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা থেকেই তা স্পষ্ট। নির্বাচন তদারকিতে সবচেয়ে দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা জাতির প্রত্যাশিত একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ