Views Bangladesh Logo

দেশে ১৫–১৬ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গত প্রায় ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম রেখেছিল। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ধ্বংস করে আসছে। জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ নয় বছরব্যাপী সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের দাবির প্রেক্ষিতেই সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করা হয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ব্যবস্থাই বিলুপ্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর গণহত্যা চালানো হয়েছে, রাতের আঁধারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং বহু আলেমকে কারাগারে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন মূল প্রশ্ন হলো—দেশবাসী কেমন বাংলাদেশ চায়। তাঁর মতে, জনগণ একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করে; যেখানে আইনের শাসন, সুবিচার এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ