Views Bangladesh Logo
author image

ভিবি বিনোদন ডেস্ক

  • থেকে

ঈদনির্ভর বাংলা সিনেমা: আশার আলো, না বড় ক্ষতি!
ঈদনির্ভর বাংলা সিনেমা: আশার আলো, না বড় ক্ষতি!

ঈদনির্ভর বাংলা সিনেমা: আশার আলো, না বড় ক্ষতি!

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে নতুন বাংলা সিনেমার মুক্তি বন্ধ ছিল। মাঝে শাকিব খানের সিনেমা “দরদ” মুক্তি পেলেও তা বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি, যতটা সফল ইদানিং শাকিব খানের সিনেমা হয়। তারপর থেকে বাংলাদেশে সিনেমা মুক্তি প্রায় বন্ধই ছিল। তবে সর্বশেষ দুই ঈদে মুক্তি পায় মোট ১২টি বাংলা সিনেমা- প্রতিটি ঈদে ছয়টি করে। এর মধ্যে বরবাদ, জংলী, দাগী, তাণ্ডব, উৎসব ও ইনসাফের মতো সিনেমা দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। সিনেমা হলগুলো হয়ে ওঠে প্রাণবন্ত; টিকিট কাউন্টার থেকে শুরু করে হলের ভেতর- সবখানেই দেখা যায় দর্শকদের উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা।