'১০ বছর পর যমুনায় কোনো মাছই পাওয়া যাবে না'
একটা সময় বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদীতে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। বৃষ্টির দিনগুলোতে জেলেদের পাশাপাশি সাধারণ মানুষও মহাসমারোহে নদীতে মাছ ধরতে নৌকা নামাত; কিন্তু এসব পার্বণ এখন যমুনা পাড়ের বাসিন্দারের কাছে গল্প হয়ে রয়ে গেছে।