Views Bangladesh Logo
author image

মোহাম্মদ রাইসুল ইসলাম

  • নারীমৈত্রী যুব তামাকবিরোধী অ্যাডভোকেট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর শিক্ষার্থী

  • থেকে

মোহাম্মদ রাইসুল ইসলাম: নারীমৈত্রী যুব তামাকবিরোধী অ্যাডভোকেট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর শিক্ষার্থী
সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ: জীবন বাঁচান, তামাক শিল্প নয়
সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ: জীবন বাঁচান, তামাক শিল্প নয়

সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ: জীবন বাঁচান, তামাক শিল্প নয়

বাংলাদেশ বৈশ্বিক জনস্বাস্থ্যের এক অগ্রণী দেশ হিসেবে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অব টোব্যাকো কন্ট্রোল (FCTC) তে স্বাক্ষরকারী প্রথম দেশ বাংলাদেশ। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ধারা ৫ দশমিক ৩- একটি গুরুত্বপূর্ণ বিধান, যাতে বলা হয়েছে যে, তামাক শিল্পের স্বার্থ জনস্বাস্থ্যের সঙ্গে মৌলিকভাবে ও চূড়ান্তভাবে বিরোধপূর্ণ। এই চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, নাগরিকদের তামাকজনিত ধ্বংসাত্মক ক্ষতি থেকে রক্ষা করবে এবং নীতি প্রণয়ন প্রক্রিয়াকে তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখবে। এটি নিছক কোনো ঘোষণা নয়, বরং মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক মহামারি থেকে দেশকে সুরক্ষিত রাখার একটি বাধ্যতামূলক অঙ্গীকার।