আড়াইশ কোটি টাকা ঋণের বোঝা ২২ দিনমজুরের ঘাড়ে!
কখনো ব্যাংকেই যাননি, ব্যাংকের কার্যক্রম সম্পর্কে নেই তাদের কোনো ধারণা। পড়াশোনা না থাকায় ঠিকমতো স্বাক্ষর করতেও কষ্ট হয় অনেকের। দিন এনে দিন খেতে হয়, কখনো নুন আনতে পানতা ফুরায়। অথচ তাদের নামেই ইউসিবি ব্যাংকে আছে আড়াইশ কোটি টাকার ঋণ।