ভয়ে ফাঁকা বগুড়ার চকভোলাখাঁ
বিকেল নামলেই চকভোলাখাঁ গ্রামে মাঠজুড়ে দেখা যেত শিশুদের কোলাহল, চায়ের দোকানে জমত আড্ডা; কিন্তু আজ সেই গ্রাম যেন নিস্তব্ধ, আতঙ্কিত, জনমানবহীন হয়ে পড়েছে। বাড়ি বাড়ি ঝুলছে তালা। গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনযাপন করছেন তারা। এসবের শুরু ছয় দিন আগে একটি রাত থেকে।