Views Bangladesh Logo
author image

মাসুম হোসেন

  • বগুড়া প্রতিনিধি

  • থেকে

ভয়ে ফাঁকা বগুড়ার চকভোলাখাঁ
ভয়ে ফাঁকা বগুড়ার চকভোলাখাঁ

ভয়ে ফাঁকা বগুড়ার চকভোলাখাঁ

বিকেল নামলেই চকভোলাখাঁ গ্রামে মাঠজুড়ে দেখা যেত শিশুদের কোলাহল, চায়ের দোকানে জমত আড্ডা; কিন্তু আজ সেই গ্রাম যেন নিস্তব্ধ, আতঙ্কিত, জনমানবহীন হয়ে পড়েছে। বাড়ি বাড়ি ঝুলছে তালা। গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনযাপন করছেন তারা। এসবের শুরু ছয় দিন আগে একটি রাত থেকে।

মাদকের অন্ধকার জগৎ এবং একটি অর্ধগলিত লাশ
মাদকের অন্ধকার জগৎ এবং একটি অর্ধগলিত লাশ

মাদকের অন্ধকার জগৎ এবং একটি অর্ধগলিত লাশ

মাস পাঁচেক ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে সুমাইয়া ফেরেন। তবে নিথর দেহে, গলায় ফাঁস লাগানো অবস্থায়। স্বজনরা অনেক খুঁজেছেন, মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি তার। স্বামী ও মায়ের পরিবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঢুকে পড়েন অন্ধকার জগতে, যেখানে ছিল মাদক আর রহস্যেঘেরা জীবন।

থমকে গেছে বগুড়ার ইয়ুথ কয়্যার, সংস্কৃতির পথে ‘রাজনৈতিক বাধা’
থমকে গেছে বগুড়ার ইয়ুথ কয়্যার, সংস্কৃতির পথে ‘রাজনৈতিক বাধা’

থমকে গেছে বগুড়ার ইয়ুথ কয়্যার, সংস্কৃতির পথে ‘রাজনৈতিক বাধা’

রাত সোয়া ৮টা। ব্যস্ত শহরের এক কোণে একটি পুরোনো গেট পেরিয়েই চোখে পড়ল এক মনভরানো দৃশ্য। শিশু থেকে কিশোর-কিশোরীরা মেতে আছে নাচ-গানে। তাদের হাসি-ছন্দে যেন ধরা দেয় এক টুকরো স্বপ্ন। পাশে বসে থেকে সেসব পর্যবেক্ষণ করছেন সংগঠনের প্রতিষ্ঠাতা। তার চোখে-মুখে গর্ব; কিন্তু কোথাও যেন চাপা উদ্বেগ। তবলায় হাত রেখে সঙ্গীতের তাল মেলাচ্ছেন সভাপতি। সংগঠনের প্রাণটা এখনো ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। ঘটনাটি বগুড়া ইয়ুথ কয়্যারের।

কাকুতি-মিনতি করেও মবের হিংস্রতা থেকে বাঁচতে পারেননি রূপলাল ও প্রদীপ দাস
কাকুতি-মিনতি করেও মবের হিংস্রতা থেকে বাঁচতে পারেননি রূপলাল ও প্রদীপ দাস

কাকুতি-মিনতি করেও মবের হিংস্রতা থেকে বাঁচতে পারেননি রূপলাল ও প্রদীপ দাস

রংপুরের তারাগঞ্জে রূপলাল রবিদাস ও প্রদীপ দাস নামে দুই ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একদল লোকের মবের শিকার হয়ে প্রাণ হারান রূপলাল রবিদাস ও তার ভাগনি জামাই প্রদীপ দাস। ভুক্তভোগীদের কাকুতি-মিনতিতে মন গলেনি হিংস্র মবের। লোমহষর্ক এই ঘটনার পর পুরো এলাকা শোকে স্তব্ধ। ক্ষোভ আর প্রতিক্রিয়ায় উত্তাল হয়ে উঠেছে বেলতলী এলাকা। মহাসড়কে লাশ রেখে করা হয়েছে বিক্ষোভ।

বগুড়ায় প্রশিক্ষণের আকাশে ঝুঁকির ওড়াউড়ি
বগুড়ায় প্রশিক্ষণের আকাশে ঝুঁকির ওড়াউড়ি

বগুড়ায় প্রশিক্ষণের আকাশে ঝুঁকির ওড়াউড়ি

এক বছরের মধ্যে দুটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে বগুড়া। দুটি বিমানই বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল এরুলিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই দুর্ঘটনাকবলিত হয়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে কাঁপন লেগেছে স্থানীয়দের মাঝে। ভয় বাড়িয়েছে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনাও।

মব নির্মূলে সরকারের হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা
মব নির্মূলে সরকারের হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা

মব নির্মূলে সরকারের হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা

রাত ৮টা। অন্যদিনের মতোই ব্যস্ত শহর। হঠাৎ দেখা গেল, কয়েকজন যুবক এক শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছেন। তাকে মারধরও করা হচ্ছে। কিছুক্ষণ পর সেই শিক্ষক পানি পান করতে চাইলেন। পানির বোতলও এগিয়ে দিলেন এক যুবক। তবে তাকে পানি পান করানো হয়নি, ঢেলে দেয়া হয় তার মাথায়।

...