মাদকের অন্ধকার জগৎ এবং একটি অর্ধগলিত লাশ
মাস পাঁচেক ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে সুমাইয়া ফেরেন। তবে নিথর দেহে, গলায় ফাঁস লাগানো অবস্থায়। স্বজনরা অনেক খুঁজেছেন, মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি তার। স্বামী ও মায়ের পরিবার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঢুকে পড়েন অন্ধকার জগতে, যেখানে ছিল মাদক আর রহস্যেঘেরা জীবন।