মব নির্মূলে সরকারের হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা
রাত ৮টা। অন্যদিনের মতোই ব্যস্ত শহর। হঠাৎ দেখা গেল, কয়েকজন যুবক এক শিক্ষককে ধরে নিয়ে যাচ্ছেন। তাকে মারধরও করা হচ্ছে। কিছুক্ষণ পর সেই শিক্ষক পানি পান করতে চাইলেন। পানির বোতলও এগিয়ে দিলেন এক যুবক। তবে তাকে পানি পান করানো হয়নি, ঢেলে দেয়া হয় তার মাথায়।