ভবিষ্যৎ কখনো আসে না, সবসময় আসার অপেক্ষায় থাকে
প্রতি বছরের মতো এবারও নোবেল সাহিত্য পুরস্কার নিয়ে অনেক জল্পনাকল্পনা ছিল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নাম ছিল হাঙ্গেরীয় গল্পকার ও উপন্যাসিক লাসজলো ক্রাসনাহোরকাইয়ের। চিত্রনাট্যকার হিসেবেও তিনি বিখ্যাত। ১৯৫৪ সালে জন্ম নেয়া এ সাহিত্যিক ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেন। এবার ৭১ বছর বয়সে অর্জন করলেন নোবেল পুরস্কার-২০২৫। তার উপন্যাসকে বলা যায় ডিস্টোপীয় ঘরনার। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স’। উপন্যাসটি নিয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বেলা তার চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।