Views Bangladesh Logo
author image

লাসলো ক্রাসনাহোরকাই

  • ঔপন্যাসিক, চিত্রনাট্যকার

  • থেকে

লাসলো ক্রাসনাহোরকাই: ঔপন্যাসিক, চিত্রনাট্যকার
ভবিষ্যৎ কখনো আসে না, সবসময় আসার অপেক্ষায় থাকে
ভবিষ্যৎ কখনো আসে না, সবসময় আসার অপেক্ষায় থাকে

ভবিষ্যৎ কখনো আসে না, সবসময় আসার অপেক্ষায় থাকে

প্রতি বছরের মতো এবারও নোবেল সাহিত্য পুরস্কার নিয়ে অনেক জল্পনাকল্পনা ছিল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নাম ছিল হাঙ্গেরীয় গল্পকার ও উপন্যাসিক লাসজলো ক্রাসনাহোরকাইয়ের। চিত্রনাট্যকার হিসেবেও তিনি বিখ্যাত। ১৯৫৪ সালে জন্ম নেয়া এ সাহিত্যিক ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেন। এবার ৭১ বছর বয়সে অর্জন করলেন নোবেল পুরস্কার-২০২৫। তার উপন্যাসকে বলা যায় ডিস্টোপীয় ঘরনার। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স’। উপন্যাসটি নিয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বেলা তার চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

বনের পথে পাহাড়ি ঢাল বেয়ে নামা
বনের পথে পাহাড়ি ঢাল বেয়ে নামা

বনের পথে পাহাড়ি ঢাল বেয়ে নামা

২০২৫ সালে সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai)। ১৯৫৪ সালের ৫ জানুয়ারি হাঙ্গেরির ছোট শহর জিউলাতে তার জন্ম। বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়লেও শেষ পর্যন্ত সাহিত্যেই স্থায়ী আশ্রয় নেন। তার জীবনযাপন নিভৃত ও সংযত- তিনি প্রায়ই হাঙ্গেরির পাহাড়ি অঞ্চলে একাকী সময় কাটান, লেখেন, ভ্রমণ করেন, আর চীনা ও জাপানি সংস্কৃতির দর্শন নিয়ে চিন্তা করেন।