Views Bangladesh Logo
author image

জয় ফোরাম ২০২৫

  • লেখক

  • থেকে

১০ বছর পর শাহরুখ, আমীর ও সালমান- তিন খান একসঙ্গে
১০ বছর পর শাহরুখ, আমীর ও সালমান- তিন খান একসঙ্গে

১০ বছর পর শাহরুখ, আমীর ও সালমান- তিন খান একসঙ্গে

সৌদি আরবের রিয়াদে ৩ দিন আগে জয় ফোরাম ২০২৫ ইভেন্টে বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান একত্রিত হয়েছিলেন। তাদের সাক্ষাৎকার নিয়েছেন রাযান। রজত শর্মার অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার প্রায় ১০ বছর পর কোনো পাবলিক অনুষ্ঠানে এই তিন তারকা একসঙ্গে উপস্থিত হলেন। সিনেমা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা। ভিউজ বাংলাদেশ-এর পাঠকের জন্য এই সাক্ষাতের ঈষৎ সংক্ষিপ্ত রূপ তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন।