তাইওয়ান সঙ্কট: সিলিকন শিল্পের কেন্দ্রে যুদ্ধের পদধ্বনি
২০২১ সালের জুলাই মাস। বিশ্ব তখন চিপের তীব্র সঙ্কটে হাবুডুবু খাচ্ছে। এমন এক সময়ে, প্রযুক্তি জগতের কেন্দ্রবিন্দু টিএসএমসি-এর চেয়ারম্যান মার্ক লিউকে এক বিশ্লেষক একটি অদ্ভুত প্রশ্ন করে বসলেন: "চীন যখন তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়, তখন আপনার গ্রাহকরা কি উদ্বিগ্ন হন না?"