একই নম্বরে চলা একাধিক যানবাহন বাড়াচ্ছে দুর্ঘটনা-অপরাধ
যানবাহনের নম্বরপ্লেট টেম্পারিং করে অপরাধকর্ম চলছে বহুদিন ধরে। বাড়তি লাভের আশায় অভিনব কৌশলে একাধিক গাড়িতে একই নম্বরপ্লেট ব্যবহার করছেন বাস মালিকরা। পরিচয়বিহীন গাড়িগুলো প্রায়শই ফিটনেসবিহীন হয় যা দুর্ঘটনা ও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। রাষ্ট্রও হারাচ্ছে বিশাল অঙ্কের রাজস্ব।