৬ মরদেহ পোড়ানোর দুঃসহ স্মৃতি আজও তাড়া করছে স্বজনদের
ঠিক এক বছর আগের কথা, ৫ আগস্ট ২০২৪। সাভারের আশুলিয়ার আকাশ সেদিন কালো মেঘে ছেয়ে গিয়েছিল; কিন্তু সেই মেঘে ছিল না বৃষ্টি, ছিল কেবল বারুদের গন্ধ আর স্বজন হারানোর হাহাকার। একদিকে বিজয়ের আনন্দ অন্যদিকে শোক। সেই দিনটি যেন ছিল আশুলিয়ার ইতিহাসের এক কালো অধ্যায়, যখন পুলিশের নির্বিচার গুলি এবং আওয়ামী লীগের কর্মীদের হামলায় অসংখ্য ছাত্র-জনতার জীবন প্রদীপ নিভে গিয়েছিল।