নারীর প্রতি বর্ণবৈষম্যের বাস্তবতা তুলে ধরবে ‘জলটুঙি’
নারীর প্রতি বর্ণবৈষম্যের কঠিন বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘জলটুঙি’। আফরিন জেসিকার রচনায় এবং রহিম সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। টেলিছবিটি প্রযোজনা করেছে অনিন্দ্য প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক হিসেবে রয়েছেন জুলফিকার চঞ্চল ও মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।