কারাগারে কীভাবে সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ নেতারা
ক্ষমতার আসন থেকে কারাগারের নিঃসঙ্গ কক্ষে- এ যেন এক নাটকীয় পরিবর্তনের গল্প। এক সময় যারা দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছেন, আজ আটকে আছেন জেলখানার চার দেয়ালের মাঝখানে। কাশিমপুর কারাগারে আটক থাকা ২৬ জন ভিআইপি বন্দির মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রয়েছেন, যাদের অতীত জীবনের চাকচিক্য ও বর্তমান জীবনের নিঃসঙ্গতা এক করুণ বৈপরীত্য সৃষ্টি করেছে।