আগুন-ভবনধসের শঙ্কা, রাজধানীর শতাধিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ
আগুন-ভবনধসের শঙ্কায় হাজারো শিক্ষার্থীর জন্য ‘মরণফাঁদ’ এখন রাজধানীর অন্তত ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠান। পুরোনো ও জরাজীর্ণ ভবন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে যাচ্ছে তারা আর আতঙ্কে থাকছেন অভিভাবকরা। নিয়মিত সংস্কার ও তদারকি এবং সঠিক নকশায় ভবন নির্মাণসহ স্কুল-কলেজে ফায়ার এক্সিট, ফায়ার অ্যালার্ম, জরুরি মহড়া ও নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরামর্শ নগর পরিকল্পনাবিদ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের।