ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে নিষিদ্ধ লেজার লাইট
রাজধানী ঢাকার রাত। লাল-নীল বাতি জ্বলে ওঠে মোড়ে মোড়ে। গাড়ির হর্নে থেমে থাকে না কোলাহল। মানুষের ব্যস্ততা ছড়িয়ে থাকে অন্ধকারেও। হঠাৎই এক ঝলক আলো ছুটে আসে চোখের দিকে- যেন বিদ্যুতের দাহ, যেন সূর্যের তীব্র ঝলক অথচ দুটির কোনোটিই নয়। এটি লেজার লাইট। আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই বিপজ্জনক আলোর রশ্মি এখন রাজধানীর ট্রাফিক পুলিশের হাতেই ঝলমল করছে। ক্ষণিকের জন্য অন্ধ করে দেয় দৃষ্টি, থামিয়ে দেয় গতি আর ঝুঁকির মুখে ফেলে অসংখ্য মানুষের জীবন।