সরকারি তেল আর কতকাল চুরি হবে
বাংলাদেশে সরকারি তেল চুরির ঘটনা সর্বজনবিদিত। বছরের পর বছর ধরে তেল চুরির ঘটনা ঘটলেও সরকারের টনক নড়ে না। তেল চুরির ঘটনা মোটামুটি নিয়মিতই ধরা পড়ে, তদন্ত কমিটিও হয়। তবে চুরি থামে না। এক সময় তেল চুরি হতো ডিপো থেকে, তেলবাহী গাড়ি থেকে; এখন তেল চুরি হয় জাহাজ থেকেও।