হান ক্যাংয়ের নোবেল জয় মানেই মানসিক যন্ত্রণার সম্মুখে দাঁড়ানোর শক্তি
২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার কথাসাহিত্যিক হান ক্যাং। নারী লেখক হিসেবে ১৮তম এবং নোবেল পুরস্কারের শুরু থেকে এ পর্যন্ত বিজয়ীদের মধ্যে ১২১তম সাহিত্যিক হিসেবে পেলেন এ পুরস্কার। নোবেল কমিটির মন্তব্য অনুসারে, ‘ইতিহাসজাত মানসিক যন্ত্রণার সম্মুখে দাঁড়ানোর শক্তি এবং মানব জীবনের ভঙ্গুরতার চিত্র উন্মোচন করার ক্ষমতাসম্পন্ন প্রগাঢ় কাব্যিক গদ্যের’ জন্য তাকে দেয়া হলো এবারের নোবেল পুরস্কার।