ঢাবিতে হেনস্তার পর ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক জামাল উদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক আ ক ম জামাল উদ্দীন নিজ বিভাগে গিয়ে শিক্ষার্থীদের হেনস্তার শিকার হয়ে ক্যাম্পাস ছেড়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগে এই ঘটনা ঘটে। এসময় একই বিভাগের আওয়ামী লীগ সমর্থক শিক্ষক অধ্যাপক জিনাত হুদাও তার সঙ্গে ছিলেন।