খলিল দারোগার হাঁচি
‘হাঁচির সঙ্গে ভুল করে প্রাণ বেরিয়ে গেছে খলিল দারোগার বা হাঁচির সঙ্গে খলিল দারোগা ভুল করে জীবাণু বের করার পরিবর্তে জীবন বের করে দিয়েছে’- এ কথা বা এ ধরনের কথা খলিল দারোগার অফিসের এক কনস্টেবলের মুখ থেকে প্রথম বেরোয়।
‘হাঁচির সঙ্গে ভুল করে প্রাণ বেরিয়ে গেছে খলিল দারোগার বা হাঁচির সঙ্গে খলিল দারোগা ভুল করে জীবাণু বের করার পরিবর্তে জীবন বের করে দিয়েছে’- এ কথা বা এ ধরনের কথা খলিল দারোগার অফিসের এক কনস্টেবলের মুখ থেকে প্রথম বেরোয়।
আনিফ রুবেদ, এ সময়ের অত্যন্ত মেধাবি একজন কবি, কথাসাহিত্যিক, ভাবুক ও ছোটগল্পকার। ব্যতিক্রমী লেখালেখির জন্য সমৃদ্ধ-পাঠকের দৃষ্টি-আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার। রাজধানীর বাইরে থেকেও দাপটের সঙ্গে অধিকার করে নিতে পেরেছেন মূলসাহিত্যধারায়। ভিউজ বাংলাদেশের সঙ্গে কথা হলো তার সাহিত্যজীবন নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল আহসান।