দেখে এলাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং
দার্জিলিং ‘পাহাড়ের রানি’ নামে পরিচিত। গত বছর সপরিবারে দার্জিলিং গিয়েছিলাম। প্রথমে আমরা ঢাকা থকে কোলকাতা যাই। তারপর সেখানে পৌঁছানোর পর খুব ভোরে হাওড়া রেলস্টেশনে পৌঁছি এবং বন্দে ভারত নামের ট্রেনে করে জলপাইগুড়ি যাই। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে পরিচিত। আমাদের বহনকারী ট্রেন সকাল সাড়ে ৬টায় যাত্রা শুরু করে। ট্রেনে লাঞ্চ এবং ব্রেকফাস্ট প্যাকেজ ছিল। তারা সকাল ৭টায় ব্রেকফাস্ট দেয়। খাবার মেন্যুতে ছিল পাউরুটি, মাখন, সবজি, ডিম, চা এবং জুস। ট্রেনে যাওয়ার সময় আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি।