যুক্তরাজ্য বর্ণবাদী এক দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে
[২০২৪ সালর ২৯ জুলাই ঘটেছিল যুক্তরাজ্যের সাউথপোর্টে এক ভয়াবহ বর্ণবাদী হামলা। যুক্তরাজ্যের মার্সিসাইডের সাউথপোর্টের মেওলস কপ এলাকার একটি নাচের স্টুডিওতে মেয়ে শিশুদের লক্ষ্য করে একটি গণ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুটো মেয়ে মারা যায়, ছয়জন আহত শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন তৃতীয় আরেক মেয়ে মারা যায়। তিন কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক ১৮ বছর বয়সি তরুণ৷ তার নাম অ্যাক্সেল রুডাকুবানা৷ তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।