
অ্যামাজনকে সাক্ষী রেখে জলবায়ু সুরক্ষার লড়াইয়ে বিশ্বনেতারা
অ্যামাজনের বিস্তৃত সবুজ অরণ্য ঘিরে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমে চলছে জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন—কপ৩০। যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মানবজীবনের জন্য স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন রাষ্ট্রপ্রধান থেকে বিজ্ঞানী, পরিবেশবিদ থেকে তরুণ কর্মী—সবাই হাজির হয়েছেন একই প্রশ্ন নিয়ে: আমরা কি সত্যিই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছি?