ওরাকলের সঙ্গে একতরফা চুক্তি, সংশোধনসহ টাকা ফেরত চায় সরকার
ওরাকলের সঙ্গে করা একতরফা চুক্তি সংশোধন চায় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)। ওরাকলের কাছে ৩ দশমিক ৬৮ মিলিয়ন ডলার ফেরতও চেয়েছে বিডিসিসিএল। ওরাকল দেশের সরকারি ডেটা-নথি বিদেশে নেয়ার কেলেংকারিতে অভিযুক্ত, এ বিষয়েও তদন্ত করছে সরকার।