পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য
বেলা ১১টা। চুলায় হাঁড়িতে ভাত ফুটছে, উঠোনে খেলছে দেড় বছরের ছোট্ট ফারিয়া। বাবা জাকারিয়া রোজগারের তাগিদে বাইরে, মা সালমা ঘরের কাজে ব্যস্ত। হঠাৎ খেয়াল করলেন ফারিয়া উঠোনে নেই! ব্যাকুল হয়ে এদিক-ওদিক খুঁজতে লাগলেন। চোখে পড়ল উঠোনে পড়ে থাকা এক পাটি ছোট জুতা। তারপর ঘরের লাগোয়া পুকুরে ভেসে উঠল প্রিয় লাল জামা পরা ফারিয়ার দেহ। ছুটে গিয়ে মা তুলে আনলেন মেয়ের ছোট্ট-শান্ত নিথর শরীর। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল মা-বাবার ভালোবাসা, স্বপ্ন আর সম্ভাবনার সব পথচলা।