Views Bangladesh Logo
author image

মো আবুল বরকাত

  • উপ-পরিচালক, সিআইপিআরবি

  • থেকে

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য

বেলা ১১টা। চুলায় হাঁড়িতে ভাত ফুটছে, উঠোনে খেলছে দেড় বছরের ছোট্ট ফারিয়া। বাবা জাকারিয়া রোজগারের তাগিদে বাইরে, মা সালমা ঘরের কাজে ব্যস্ত। হঠাৎ খেয়াল করলেন ফারিয়া উঠোনে নেই! ব্যাকুল হয়ে এদিক-ওদিক খুঁজতে লাগলেন। চোখে পড়ল উঠোনে পড়ে থাকা এক পাটি ছোট জুতা। তারপর ঘরের লাগোয়া পুকুরে ভেসে উঠল প্রিয় লাল জামা পরা ফারিয়ার দেহ। ছুটে গিয়ে মা তুলে আনলেন মেয়ের ছোট্ট-শান্ত নিথর শরীর। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল মা-বাবার ভালোবাসা, স্বপ্ন আর সম্ভাবনার সব পথচলা।

পানিতে ডোবা প্রতিরোধ: বাস্তবতা ও কার্যকর পদক্ষেপের উদ্ভাবন
পানিতে ডোবা প্রতিরোধ: বাস্তবতা ও কার্যকর পদক্ষেপের উদ্ভাবন

পানিতে ডোবা প্রতিরোধ: বাস্তবতা ও কার্যকর পদক্ষেপের উদ্ভাবন

বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে প্রাণ হারায়— যার অধিকাংশই ঘটে ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে। শিশুর এ করুণ পরিণতি ব্যক্তি ও সমাজের নজর এড়িয়ে নীরবে ঘটে যায় প্রায়শই। বাবা-মা তাদের সন্তান হারানোর বেদনায় সান্ত্বনা খোঁজেন নিয়তির ওপর দায় চাপিয়ে। পানিতে ডোবার এই মর্মান্তিক ঘটনাগুলো বিশ্বব্যাপী তাই ‘নীরব মহামারি’ হিসেবে পরিচিত।