Views Bangladesh Logo

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

গামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন।

তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে নির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তা কার্যকর করা হবে। প্রতিশ্রুতিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতের কোনো রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

আলবানিজ বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রের সমাধান।’

তিনি আরও বলেন, ‘এটি মানবতার জন্য একমাত্র আশার আলো।’

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। আসন্ন সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে।

গাজা যুদ্ধ বন্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরাইল বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য।

এদিকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্র স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের প্রতি বৈশ্বিক সমর্থনের প্রতিফলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ