অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শনিবার রাতে তিনি রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেন। একই রাতে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন ভিউজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এতে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। রোববার সকালে পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে, গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে সময় তিনি বলেন, মনোনয়ন চেয়েছেন এবং নির্বাচনে অংশ নিতে উপযুক্ত সময়ে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়বেন।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান গত বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে