পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নির্বাচনে অংশের বিষয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। নমিনেশন পেলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবো।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে