নতুন মামলায় শ্যো’ন অ্যারেস্ট আতিক-পলক
বৈষম্যবিরোধী গণআন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মো. হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার (শ্যো’ন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে তা মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত।
আতিকের মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ১৮ জুলাই উত্তরা পূর্ব থানার চার নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণে ইসতিয়াকের পেটে গুলি লাগে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বছরের ২৯ অক্টোবর মামলাটি করেন তিনি।
পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণআন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গাবতলীতে মালবাহী ট্রাক পার্কিং করে ভাড়া বাসায় যাচ্ছিলেন ড্রাইভার মো. হোসেন। দুপুর আড়াইটার দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের সামনে আসামিদের ছোঁড়া গুলি তার বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায়। পরদিন রাত তিনটায় ছেলের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন নিহতের মা রীনা বেগম। এ ঘটনায় গত বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে