যুক্তরাষ্ট্রের বস্টনে বয়স্কদের আবাসস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনে বয়স্কদের আবাসস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
সোমবার রাজের ফায়ার সার্ভিস বিভাগ নিশ্চিত করে, স্থানীয় সময় রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বস্টনের দক্ষিণে “ফল রিভার” এলাকায় “গ্যাব্রিয়েল হাউস” নামক প্রবীণ নাগরিকদের একটি বাসস্থানে আগুনের সূত্রপাত হয়।
ম্যাসাচুসেটস ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিসের মুখপাত্র জেক ওয়ার্ক জানিয়েছেন, সেখানে প্রায় ৭০ জন বয়স্ক ব্যক্তি বসবাস করতেন।
ফায়ার সার্ভিসের প্রধান জেফরি বেকন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ৫০ জনেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী। তারা অনেককে উদ্ধার করেছেন, যাদের মধ্যে কয়েকজন জানালা ধরে ঝুলছিল বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অন্যদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এই ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর মৌরা হিলি। তিনি জানান, এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
গভর্নর মৌরা হিলি বলেন, “আজ সকালে যারা তাদের প্রিয়জনদের সম্পর্কে ভয়ানক এই খবর শুনে জেগে উঠেছেন, তাদের প্রতি আমার সহানুভূতি রইলো।”
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত গ্যাব্রিয়েল হাউস ভবনটিতে মোট ১০০টি ইউনিট রয়েছে। সেই সময় থেকে এই প্রতিষ্ঠানটির পরিচালনাকারী কোম্পানি ‘গ্যাব্রিয়েল কেয়ার” এর পরিচালক এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডেনিস এটজকর্ন। এ বিষয়ে জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৫ সালে ডেনিস এৎজকর্নের বিরুদ্ধে ম্যাসহেলথ ইন্স্যুরেন্স কর্মসূচির রেফারেলের বিপরীতে অবৈধ আর্থিক সুবিধা দেয়ার অভিযোগ ওঠে, যা পরে ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা প্রদানের মাধ্যমে নিষ্পত্তি হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে