Views Bangladesh Logo

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩১৪ জন। নিহতদের ১৬ জন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে খাবারের জন্য এসেছিলেন। অবরুদ্ধ উপত্যকাটিতে জোরপূর্বক অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও চারজন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জন, আহত হয়েছেন অন্তত এক লাখ ৫২ হাজার ৩৫৯ জন। অন্যদিকে ‘দুর্ভিক্ষে’ মারা গেছেন ২০১ জন, যাদের ৯৮ জনই শিশু। এছাড়া জিএইচএফের ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, প্রয়োজনীয় মানবিক সাহায্য পৌঁছে দিতে যুদ্ধে ‘সাময়িক বিরতির’ ঘোষণা দিয়েও গাজাজুড়ে বিমান ও ড্রোন হামলা এবং স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (৮ আগস্ট) নিহতদের মধ্যে ছিলেন এক দম্পতি, খান ইউনুসের পূর্বাঞ্চলীয় বানি সুহেলা শহরের আসফোর স্টেশনের কাছের ইসরায়েলি বিমান হামলায় যাদের প্রাণ যায়।

উত্তরে গাজা শহরের আল-তুফাহ পাড়ার সানাফোর জংশনের কাছে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে একজন নিহত এবং আরও অনেকে আহত হন।

গাজা শহরের শেজাইয়া পাড়ার মুশতাহি স্ট্রিটে পৃথক বিমান হামলায় আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

পূর্ব খান ইউনিসে বানি সুহেলা গোলচত্বরের কাছেও জড়ো হওয়া একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী ড্রোন হামলা চালালে আরও দুজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

মধ্য গাজায় কিসুফিম ক্রসিং এলাকার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় একটি সাহায্যকারী নিরাপত্তা দলের পাঁচজন সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজায় এখনও প্রায় ৫০ জন বন্দী রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। তাদেরকে উদ্ধারের কথা বলেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গাজাজুড়ে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান চালাচ্ছে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন নয় হাজার ৭৫২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩৯ হাজার ৬৭৪ জন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করা ও জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য, যা অর্জন না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ