Views Bangladesh Logo

লিবিয়ার উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, নিহত ৫০

লিবিয়ার উপকূলে একটি নৌকায় আগুন লাগার পর ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৫০ জন সুদানি শরণার্থী নিহত হয়েছেন। নৌকাটিতে মোট ৭৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইওএম নিশ্চিত করেছে, নৌকাটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

সংস্থাটি তাদের 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, “সমুদ্রে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।”

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসী মারা যান এবং অনেকে নিখোঁজ হন। আইওএমের তথ্যমতে, গত বছর কেবল ভূমধ্যসাগরেই কমপক্ষে ২ হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা যান বা নিখোঁজ হন। ইউরোপে যাওয়ার এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত।

মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ এবং চাঁদাবাজির শিকার হন।

সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন ঠেকাতে লিবিয়ার উপকূলরক্ষীদের সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। তবে অভিযোগ রয়েছে, উপকূলরক্ষীরা অপব্যবহার ও অপরাধে জড়িত মিলিশিয়াদের সঙ্গে সম্পর্ক রাখে।

এ ছাড়াও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ইউরোপীয় দেশগুলোর সরকার পরিচালিত উদ্ধার কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ