Views Bangladesh Logo

ইরাকে শপিংমলে আগুনে নিহত ৫০

রাকের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি প্রধান শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শপিংমলের ভেতরে অবস্থিত একটি হাইপারমার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানি ঘটে। আহতের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গভর্নর বলেন, 'মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে শহিদ ও আহত মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে। এখনো উদ্ধারকাজ চলছে।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শপিংমলটির বড় অংশ আগুনে পুড়তে দেখা গেছে। দগ্ধ ভবন থেকে আকাশে উড়তে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। তবে এসব ভিডিও এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

গভর্নর মিয়াহি আরও জানিয়েছেন, ভবন ও শপিংমলের মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 'আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি,' বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছিল। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ