ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধস, নিহত বেড়ে ৫০
ইন্দোনেশিয়ার একটি স্কুলভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সোমবার উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের প্রায় সবটাই সরিয়ে ফেলেছেন। এটি এ বছর দেশটিতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ।
জানা গেছে, দেশটির পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ার পর শত শত শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়।
দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার গভীর রাতে উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে ৮০ শতাংশ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেন এবং নিহতদের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেন।
দুর্যোগ প্রশমন সংস্থার উপপ্রধান বুদি ইরাওয়ান জানান, উদ্ধারকৃত মৃতদেহ অনুযায়ী নিহতের সংখ্যা মোট ৫০ জন। এখনো আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে চালানো অভিযান সোমবারের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি ভবন ধসের ঘটনায় এ বছর এটাই সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানির ঘটনা। ২০২৫ সালে যত ধরনের দুর্যোগ ঘটেছে সেটা প্রাকৃতিক বা মানবসৃষ্ট হোক বা না হোক সিদোয়ারজোতে যতজন মারা গেছেন, কোনো দুর্যোগেই এত প্রাণহানি ঘটেনি।
একই সংবাদ সম্মেলনে অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা ইউধি ব্রাহ্মান্ত্যো জানান, আরও পাঁচটি দেহাবশেষ পাওয়া গেছে। এতে করে মৃতের সংখ্যা অন্তত ৫৪ জনে দাঁড়াতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধসের কারণ হলো ভবনের উপরের তলায় নির্মাণ কাজ চলছিল। কিন্তু স্কুলের ভিত্তি সেই ভার বহন করতে পারেনি।
ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তথ্য অনুসারে, দেশটিতে স্থানীয়ভাবে পেজানট্রেন নামে পরিচিত প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল ভবন রয়েছে।
তবে রোববার দেশটির গণপূর্তমন্ত্রী দদি হ্যাংগোদোকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানায়, এর মধ্যে ৫০টির ভবন নির্মাণের অনুমতি রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে