Views Bangladesh Logo

নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু

মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালজুড়ে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বহু সেতু ভেসে গেছে বলে কর্মকর্তারা রবিবার জানিয়েছেন।

আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধাউবোজির মতে, ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের ইলাম জেলায় পৃথক পৃথক ভূমিধসে ৩৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন, আর দেশটির অন্যান্য অঞ্চলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত বলেন, “নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।”

অস্বাভাবিক এক পদক্ষেপে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। জরুরি সেবা ও দুর্যোগ মোকাবিলা দল ছাড়া এই ছুটি সবার জন্য প্রযোজ্য হবে। সরকারপ্রধান মুখপাত্র রমেশ্বর ডাঙ্গাল জানান, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির এক ডজনেরও বেশি জেলা বর্তমানে “রেড অ্যালার্টে” রয়েছে। নদী ও জলাশয়ের আশপাশে বসবাসরতদের দ্রুত সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্কবার্তায় রাজধানী কাঠমান্ডুসহ জনবহুল এলাকাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাগমতি, গণ্ডকি, লুম্বিনি ও মাধেশ প্রদেশে সোমবার সকাল পর্যন্ত সবচেয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

পরিবহন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে রাজধানীতে প্রবেশের সব প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ