Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিবর্ষণ, বন্দুকধারীসহ নিহত ১০

স্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নিশ্চিত করেছে যে গুলিতে একজন বন্দুকধারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন। অপর এক বন্দুকধারী আহত অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, “অভিযান চলছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে এলাকাটি এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।”

টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজ ও এবিসির প্রচারিত ফুটেজে মাটিতে পড়ে থাকা একাধিক মানুষকে দেখা গেছে। পাশাপাশি এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বন্ডি সৈকতে আতঙ্কিত মানুষদের এদিক-সেদিক দৌড়াতে দেখা যায়। ভিডিওগুলোতে একাধিক গুলির শব্দ এবং পুলিশের সাইরেনও শোনা গেছে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এক মুখপাত্র জানান, বন্ডি এলাকায় চলমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ