আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: অভিযোগ গঠনের আদেশ আজ
জুলাই-আগস্টের গণআন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৬ আসামির বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে গত ১৩ আগস্ট এই বিষয়ে শুনানির দিন ধার্য করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। ওই দিন আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
গত ৭ আগস্ট প্রসিকিউশন অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। ওই দিন পুলিশ মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে। পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ বাকি আট আসামিকেও হাজির করার কথা ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় তাদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ করা হয়।
এর আগে এই মামলার পলাতক আট আসামিকে গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। গত ১৬ জুলাই ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। পরে ট্রাইব্যুনাল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় এবং পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ প্রাণ হারান। এরপর পুলিশ তাদের লাশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে