Views Bangladesh Logo

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে সাতজনকে ‘জঙ্গি নাটক সাজিয়ে বিচারবহির্ভূত হত্যার’ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. জাভেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

অন্য আসামিরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ অভিযানে নেতৃত্বদানকারী আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক তদন্ত শেষে নতুন মামলাটি করে পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ৮ অক্টোবর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় গাজীপুর সিটি কর্পোরেশনের নওগাঁর পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। অভিযানে সাতজন নিহত হন, যাকে আনুষ্ঠানিকভাবে জঙ্গিবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছিল।

তবে, রাষ্ট্রপক্ষের দাবি, অভিযানটি সাজানো ছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের অপহরণ করে ভবনটির ভেতরে আটকে রাখা হয়েছিল। পরে ‘কাল্পনিক জঙ্গি সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তদন্তের তথ্য উদ্ধৃত তিনি বলেন, নিহতদের কারও জঙ্গিবাদের সাথে কোনো প্রমাণিত যোগসূত্র নেই। এই ঘটনা ‘বিচার বহির্ভূত হত্যা’।

শুনানিতেও প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়ে ‘জঙ্গি অভিযান’ সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।

অন্যদিকে জাবেদ পাটোয়ারী এবং আরও ১২২ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে নজরদারি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে আর্থিক সুবিধা এবং অ্যাপার্টমেন্ট নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ রচনা ও প্রচারণার অভিযোগ তোলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ