Views Bangladesh Logo

আপিল বিভাগে এক মিনিট নিরবতা পালন

রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট নিরবতা পালন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় নিস্তব্ধ হয়ে যাওয়া এজলাস কক্ষে দাঁড়িয়ে নিরবতা পালন করেন উপস্থিত আইনজীবীসহ সবাই। পারে আধা বেলার জন্য বিচারকাজ শুরু হয়।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন শিশু। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ