রায়ের পর তত্ত্বাবধায়ক কার্যকর নিয়ে পর্যবেক্ষণ দিতে পারে আপিল বিভাগ: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার কিভাবে কার্যকর হবে সে বিষয়ে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে।’ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানিতে বুধবার তিনি এসব কথা বলেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘গেল দেড় দশকে দেশের মানুষ শোষিত হয়েছে নানাভাবে। মানুষ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব সিস্টেম ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এবং মানুষ বিচার পায়নি। যার কারণে এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। আর সেই রাজপথ থেকেই নির্ধারিত হয়েছে কে প্রধান বিচারপতি হবেন আর কে সরকার প্রধান হবেন। জনগণের এই ক্ষমতাকে কোনোভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই। এসব অবজ্ঞা করলেই বিপ্লবের সৃষ্টি হয়।’
এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন তত্ত্ববধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটা বার বার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে। এ সময় প্রধান বিচারপতি প্রশ্ন রেখে বলেন, তত্ত্ববধায়ক সরকার ফিরিয়ে দিলে এটি কবে থেকে কার্যকর হবে?’
তখন বিএনপির পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি তো একজন আইনজীবী হিসেবে এ প্রশ্নের জবাব দিতে পারবো না। পরে প্রশ্নের জবাব দিতে ডায়াসে আসেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা শুনানির সময়ে সব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো।
নির্বাচনকাকীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় বুধকার। আপিল বিভাগ এ আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে